Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Karar Oi Louho Kopat kobita lyrics, কারার ঐ লৌহ-কপাট কবিতা কাজী নজরুল ইসলাম, Bengali Lyrics

কারার ঐ লৌহ-কপাট – কাজী নজরুল ইসলাম | Karar Oi Louho Kopat kobita

 

কবিতা আমাদের না বলা কথাগুলিকে প্রকাশ করার একটি বিশেষ মাধ্যম হিসেবে কাজ করে। এই কারার ঐ লৌহ-কপাট কবিতাটির মাধ্যমেও সেই একই বিষয়ের উল্লেখ পাওয়া গেছে। 

 

কবি তাঁর এই কারার ঐ লৌহ-কপাট কবিতাটির মাধ্যমে আমাদের কে তাঁর মনের গহীন ভাবনার উল্লেখ করে আমাদের সামনে তাঁর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন । আমরাও সেই একই রকমের উপলব্ধি পেয়ে থাকি কবির সেই কারার ঐ লৌহ-কপাট কবিতার প্রতিটি লাইন থেকে।

 

আমরা মানুষ, আমরা এই সমাজে বসবাস করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, কিন্তু আমরাই আবার সেই প্রকৃতির ধবংস করে থাকি, কবি তাঁর এই কারার ঐ লৌহ-কপাট কবিতাটির মাধ্যমে মানুষের অমানবিক ক্রিয়াকলাপ কে বাক্ত করেছেন।

 

কবির এই কারার ঐ লৌহ-কপাট কবিতাটি হাজার হাজার মানুষের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে এর বিশেষ কারন হল এই কারার ঐ লৌহ-কপাট কবিতাটির অসাধারন বাচন ভঙ্গি। কবি তাঁর কবিত্ব ভাব কে অসাধারন ভাবে প্রস্ফুটিত করেছেন তাঁর এই কারার ঐ লৌহ-কপাট কবিতাটির মাধ্যমে।

 

এই কারার ঐ লৌহ-কপাট কবিতাটি শুধুই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজরাম, মনিপুর এর মধ্যেই সীমাবন্ধ নেই ,

কিংবা কবির এই কারার ঐ লৌহ-কপাট কবিতাটি বাংলাদেশের মধ্যেই আটকে নেই। এই কারার ঐ লৌহ-কপাট কবিতাটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে । বিশ্বের যেসব দেশে বিশেষ করে যেসব দেশে বাঙালি প্রবাসী-রা রয়েছেন যেমন- সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া , কাতার, কুয়েত, সৌদিআরব, নেপাল, ভুটান, মায়ানমার, ইত্যাদি দেশেও কারার ঐ লৌহ-কপাট কবিতাটি সমান ভাবে জনপ্রিয়।

 

কারার ঐ লৌহ-কপাট কবিতাটির লিরিক্স বা লিরিক

 কারার ঐ লৌহ-কপাট – কাজী নজরুল ইসলাম | Karar Oi Louho Kopat kobita

 

কারার ঐ লৌহকপাট,

ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।


গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা
মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি!
সর্বনাশী
শিখায় এ হীন তথ্য কে রে!


ওরে ও পাগলা ভোলা!
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা
জোরসে ধরে হেচ্‌কা টানে!
মার হাঁক হায়দারী হাঁক,
কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক,
মৃত্যুকে ডাক জীবন পানে!


নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি?
দে রে দেখি
ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!
লাথি মার, ভাঙ্গরে তালা!
যত সব বন্দী শালায়-
আগুন-জ্বালা,
-জ্বালা, ফেল উপাড়ি।।

 

কবির এই অসামান্য লেখনীর জন্য বিশেষ করে Karar Oi Louho Kopat এই কবিতাটি লেখার কারনে জাতি কবিকে মনের গহীনে স্থান দিয়েছেন। কবির এই অসাধারন লেখনীর কারনে জাতির মনে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।

 

আমরা বিশেষ করে কবির এই Karar Oi Louho Kopat কবিতাটির জন্য তাঁর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে অনুরোধ আপনারাও কবির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করবেন, যাতে এই Karar Oi Louho Kopat কবিতাটি লেখার জন্য তাঁকে উত্তম প্রতিদান প্রদান করেন।

 

যদি আপনাদের কাছে Karar Oi Louho Kopat এই কবিতাটি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের প্রিয়জন দের সাথে এই Karar Oi Louho Kopat কবিতাটি শেয়ার করুন।

 

আর আপনারা যদি এই Karar Oi Louho Kopat এর মতো কবিতা পেতে চান তবে আমাদের এই ওয়েবসাইট-টি কে অনুসরণ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ , আমাদের ইউটিউব চ্যানেল টিকে ও সাবস্ক্রাইব করতে পারেন।

 

পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপরে কবিতা চান তা আমাদেরকে কমেন্ট করুন , আমরা যথা সম্ভব আপনাদের পছন্দ মতো কবিতা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করবো।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ