আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি - রবীন্দ্রনাথ ঠাকুর
কবিতা আমাদের না বলা কথাগুলিকে প্রকাশ করার একটি বিশেষ মাধ্যম হিসেবে কাজ করে। এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতাটির মাধ্যমেও সেই একই বিষয়ের উল্লেখ পাওয়া গেছে।
কবি তাঁর এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতাটির মাধ্যমে আমাদের কে তাঁর মনের গহীন ভাবনার উল্লেখ করে আমাদের সামনে তাঁর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন । আমরাও সেই একই রকমের উপলব্ধি পেয়ে থাকি কবির সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতার প্রতিটি লাইন থেকে।
আমরা মানুষ, আমরা এই সমাজে বসবাস করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, কিন্তু আমরাই আবার সেই প্রকৃতির ধবংস করে থাকি, কবি তাঁর এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতাটির মাধ্যমে মানুষের অমানবিক ক্রিয়াকলাপ কে বাক্ত করেছেন।
কবির এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতাটি হাজার হাজার মানুষের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে এর বিশেষ কারন হল এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতাটির অসাধারন বাচন ভঙ্গি। কবি তাঁর কবিত্ব ভাব কে অসাধারন ভাবে প্রস্ফুটিত করেছেন তাঁর এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতাটির মাধ্যমে।
এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতাটি শুধুই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজরাম, মনিপুর এর মধ্যেই সীমাবন্ধ নেই ,
কিংবা কবির এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতাটি বাংলাদেশের মধ্যেই আটকে নেই। এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতাটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে । বিশ্বের যেসব দেশে বিশেষ করে যেসব দেশে বাঙালি প্রবাসী-রা রয়েছেন যেমন- সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া , কাতার, কুয়েত, সৌদিআরব, নেপাল, ভুটান, মায়ানমার, ইত্যাদি দেশেও আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি লিরিক্স কবিতাটি সমান ভাবে জনপ্রিয়।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি কবিতাটির লিরিক্স বা লিরিক
[Chorus]
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 1]
চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে—
ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 2]
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে—
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
ও মা, অঘ্রানে তোর ভরা খেতে কী দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 3]
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো!
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মরি হায়, হায় রে—
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন—
ও মা, আমি নয়ন জলে ভাসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 5]
তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে
তোমারই ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে
মরি হায়, হায় রে—
মা, তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে
তখন খেলাধুলা সকল ফেলে তোমার কোলে—
ও মা, তোমার কোলে ছুটে আসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 6]
ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে
সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে
তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে
মরি হায়, হায় রে—
মা, তোর ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে
ও মা, আমার যে ভাই তারা সবাই তোমার রাখাল—
ও মা, তোমার রাখাল তোমার চাষি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 7]
ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে—
দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে
মরি হায়, হায় রে—
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ—
মা, তোর ভূষণ বলে গলার ফাঁসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
কবির এই অসামান্য লেখনীর জন্য বিশেষ করে amar sonar bangla ami tomai valobasi এই কবিতাটি লেখার কারনে জাতি কবিকে মনের গহীনে স্থান দিয়েছেন। কবির এই অসাধারন লেখনীর কারনে জাতির মনে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।
আমরা বিশেষ করে কবির এই amar sonar bangla ami tomai valobasi কবিতাটির জন্য তাঁর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে অনুরোধ আপনারাও কবির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করবেন, যাতে এই amar sonar bangla ami tomai valobasi কবিতাটি লেখার জন্য তাঁকে উত্তম প্রতিদান প্রদান করেন।
যদি আপনাদের কাছে amar sonar bangla ami tomai valobasi এই কবিতাটি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের প্রিয়জন দের সাথে এই amar sonar bangla ami tomai valobasi কবিতাটি শেয়ার করুন।
আর আপনারা যদি এই amar sonar bangla ami tomai valobasi এর মতো কবিতা পেতে চান তবে আমাদের এই ওয়েবসাইট-টি কে অনুসরণ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ , আমাদের ইউটিউব চ্যানেল টিকে ও সাবস্ক্রাইব করতে পারেন।
পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপরে কবিতা চান তা আমাদেরকে কমেন্ট করুন , আমরা যথা সম্ভব আপনাদের পছন্দ মতো কবিতা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করবো।
1 মন্তব্যসমূহ
amar sonar bangla lyrics
উত্তরমুছুনsdfs