Hothat Jodi Jai Moriya Gojol Lyrics, হঠাৎ যদি যায় মরিয়া গজল লিরিক্স, Johirul Islam Sani Gojol, Kolorob New Gojol Lyrics, কলরব গজল ডাউনলোড mp3, কলরব গজল অডিও, সাঈদ আহমদ কলরব গজল, ইসলামী সংগীত সাইমুম লিরিক্স, নবীর গজল লিরিক্স, কলরবের সংগীত লিরিক্স, জনপ্রিয় ইসলামিক গজল, শিশুদের গজল লিরিক্স,, সেরা ইসলামী সংগীত, প্রিয় বাংলাদেশ আমার কলরব লিরিক্স, ইনশাআল্লাহ গজল লিরিক্স, নতুন সেরা গজল লিরিক্স, bangla gojol lyrics, বাংলা ইসলামিক গজল লিরিক্স, New Bangla Islamic Gojol Lyrics, Kolorob gojol lyrics, Kolorob new gojol download free,
গজল , ইসলামিক গান, ইসলামিক সংগীত, এমনকি যে কোনো প্রকারের সাংস্কৃতিক গীতি বা কবিতায় হোকনা কেন তা আমাদের অন্তরকে বিকশিত করতে সাহায্য করে , ঠিক এরই বহিঃপ্রকাশ ঘটেছে হঠাৎ যদি যায় মরিয়া গজল লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে।
হঠাৎ যদি যায় মরিয়া গজল লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি বর্তমানে ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। হঠাৎ যদি যায় মরিয়া গজল লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি সারা বাংলাদেশ জুড়ে ছেয়ে গেছে,
এই হঠাৎ যদি যায় মরিয়া গজল লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি শুধুমাত্র বাংলাদেশেই নয় , বাংলাদেশ বাদেও ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে যেমন – পশ্চিমবঙ্গ , ত্রিপুরা, আসাম, মেঘালয়া, মিজরাম, উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্যে হঠাৎ যদি যায় মরিয়া গজল লিরিক্স এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি চরম জনপ্রিয়তা লাভ করেছে।
গানঃ হোতাত জুড়ি জয় মোরিয়া
গায়কঃ জহিরুল ইসলাম সানী, ফজলে রাব্বি আশিক, বুরহান আরিয়ান, মাহবুবুর রোহমান
অভিনয়ে... শাদিন খান, আশরাফুল ইসলাম, মাইনুল ইসলাম, হেলাল বেপারী, ফিরুজ হোসেন, নুর মুহাম্মদ, রবিউল নোমান, শাহরিয়ার ইমন, প্লাবন হোসেন, সাগর আহমেদ, মাসুম বিল্লাহ, নাঈম হাসান প্রমুখ।
গীতিকার ও সুরঃ সববোধনি
অডিও ও ভিডিও: টিউন মেক স্টুডিও (01959-021017)
সাউন্ড মিক্সঃ তানজিম রেজা (ত্রি রোমান্স)
পরিচালকঃ ফজলে রাব্বি আশিক
লেবেল: সকলোধনি
সার্বিক পরিচালনায়ঃ হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন
হঠাৎ যদি যায় মরিয়া সংগীত বা গজল লিরিক্স
হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া,-২
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া,-২
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
গরম জলে মশাড়ি তলে কাপড় খুলিয়া হো,
’গরম জলে মশাড়ি তলে কাপড় খুলিয়া,
শেষ বিদায়ের গোছল দেবে ডলিয়া ডলিয়।’-২
তিন টুকড়ো সাদা কাপড় – অন্যরকম সাজ,-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া,
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।
মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া হো,
মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া,-২
নাকো কানো তুলা দিয়ে রাখিবে ঢাকিয়া।
মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া,-২
নাকো কানো তুলা দিয়ে রাখিবে ঢাকিয়া।
আপন কেহ মুর্ছা যাবে হইয়া হুতাস,-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া,
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।
কাতার ধরে জানাযা সেরে চার কাঁধে খাটিয়া হো,
’কাতার ধরে জানাযা সেরে চার কাঁধে খাটিয়া,
গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়।’-২
’কাতার ধরে জানাযা সেরে চার কাঁধে খাটিয়া,
গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়।’-২
সাড়ে তিন হাত লম্বা কবর কতই বা আর পাশ,-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া,
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।
এই Hothat Jodi Jai Moriya Gojol Lyrics ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির সাথে বিভিন্ন ভাবে যুক্ত সকল কর্মী-দের পরম করুণাময় দয়াবান আল্লাহতায়ালা যেন উত্তম বদলা দেন ।
আপনাদের কে এই Hothat Jodi Jai Moriya Gojol Lyrics ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি ভালো লাগলে আপনার প্রিয়জন-দের সাথে লিখাটি শেয়ার করুন।
এই Hothat Jodi Jai Moriya Gojol Lyrics এর মত আরো নিত্য-নতুন ইসলামিক সংগীত , গজল, ইসলামিক বই সমুহ, ইসলামিক ঘটনা , ইসলামীক গল্প ইত্যাদি পাওয়ার জন্য আমাদের এই ওয়েব সাইট-টিকে ফলো করুন ।
0 মন্তব্যসমূহ