Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে লিরিক | Modinar oi pothe pothe Ghure Berai Kolpona te lyrics | Madina New islamic song

মদিনার ঐ পথে পথে লিরিক | Modinar oi pothe pothe lyrics

 

গজল , ইসলামিক গান, ইসলামিক সংগীত, এমনকি যে কোনো প্রকারের সাংস্কৃতিক গীতি বা কবিতায় হোকনা কেন তা আমাদের অন্তরকে বিকশিত করতে সাহায্য করে , ঠিক এরই বহিঃপ্রকাশ ঘটেছে মদিনার ঐ পথে পথে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে।  (islamic song lyrics bangla)

 

মদিনার ঐ পথে পথে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি বর্তমানে ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি সারা বাংলাদেশ জুড়ে ছেয়ে গেছে,(ami dekhini tomay islamic gojol lyrics)

 

এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি শুধুমাত্র বাংলাদেশেই নয় , বাংলাদেশ বাদেও ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে যেমন – পশ্চিমবঙ্গ , ত্রিপুরা, আসাম, মেঘালয়া, মিজরাম, উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্যে মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি চরম জনপ্রিয়তা লাভ করেছে।(islamic gojol lyrics bangla)

 

লেখক এই মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে আমাদের স্রষ্টা সম্পর্কে, প্রকৃতি বাস্তব সত্য সম্পর্কে এবং আমাদের জীবনের তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন।(islamic gojol lyrics)

 

মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির অসামান্য জনপ্রিয়তার বিশেষ কারণ হল এই মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে লেখক তার মন গড়া কোনো কথা প্রকাশ করেননি। তিনি তাঁর এই লেখনীর মাধ্যমে জীবনের বাস্তব চরিত্র-কে প্রকাশ করেছেন।(দাজ্জাল গজল লিরিক্স)

সংগীত বা গজল

মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে লিরিক

 
মদিনার ঐ পথে পথে
ঘুরে বেরায় কল্পনাতে । ২

মদিনার ঐ ধুলো -বালি
মাখি চোখে-মুখে।
দূর মদিনার প্রেমেরই ফুল
ফোটে আমার বুকে। 
 

ও মন পাখি যা উড়ে যা
যেথায় আছে মদিনা ওয়ালা । ২
মদিনা ওয়ালার আকাশ
আমার আপন সুখে-দুঃখে।
দূর মদিনার প্রেমেরই ফুল
ফোটে আমার বুকে। ২
 

নবীর দেশের আকাশ হবো
মদিনাকে বুকে নেবো । ২

দূর মদিনার প্রেমেরই ফুল
ফোটে আমার বুকে। ২
 

মদিনার ঐ পথে পথে
ঘুরে বেরায় কল্পনাতে । ২

মদিনার ঐ ধুলো -বালি
মাখি চোখে-মুখে।
দূর মদিনার প্রেমেরই ফুল।
ফোটে আমার বুকে। ৩
 
 

এই মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক ভাবে ছড়িয়ে পরেছে তাঁর অন্যতম একটি বিশেষ কারণ হল , (গজল লিখিত)

 

এই মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির সুর , সংগীত টির সুর এত নিখুঁত করে নির্মাণ করা হয়েছে যে , এই মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির উপরে যে কোনো ভাষার , যে কোনো অঞ্চলের এমন কি অবাঙালী মানুষ জনেরা ও ভালোবেসে ফেলেছে।(ইসলামিক)

 

আমাদের পরম বিশ্বাস যে এই মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি আপনাদেরও মন জয় করতে পেরেছে। এই মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি শ্রবণ করে আপনিও আপনার আত্মার প্রশান্তি অর্জন করতে পারেন। (লিরিক্স গজল)

 

Modinar oi pothe pothe Ghure Berai Kolpona te এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি লেখার জন্য লেখকের কাছে আমরা চির কৃতজ্ঞ তাঁর সাথে সাথে এই Modinar oi pothe pothe Ghure Berai Kolpona te  ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির সুর যিনি করেছেন সেই সুরকার,(নতুন গজল লিরিক্স)

 

যিনি Modinar oi pothe pothe Ghure Berai Kolpona te ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি গেয়েছেন সেই গায়কের কাছেও আমরা সমান ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।(সেরা ইসলামিক গজল লিরিক্স)

 

তাছাড়া যেসব কলা-কুশলীরা রয়েছেন বিশেষ করে এই Modinar oi pothe pothe Ghure Berai Kolpona te ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির নির্মাণের জন্য যারা ক্যামেরার কিংবা আধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করেছেন , সেই কুশলী-দের ও সমান ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।(গজল লিরিক্স)

 

এই Modinar oi pothe pothe Ghure Berai Kolpona te ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির সাথে বিভিন্ন ভাবে যুক্ত সকল কর্মী-দের পরম করুণাময় দয়াবান আল্লাহতায়ালা যেন উত্তম বদলা দেন ।(নতুন ইসলামিক গজল লিরিক্স)

 

আপনাদের কে এই Modinar oi pothe pothe Ghure Berai Kolpona te ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি ভালো লাগলে আপনার প্রিয়জন-দের সাথে লিখাটি শেয়ার করুন।(ইসলামিক সংগীত লিরিক্স)

 

এই মত নিত্য-নতুন ইসলামিক সংগীত , গজল, ইসলামিক বই সমুহ, ইসলামিক ঘটনা , ইসলামীক গল্প ইত্যাদি পাওয়ার জন্য আমাদের এই ওয়েব সাইট-টিকে ফলো করুন ।(ইসলামী গান লিরিক্স)

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ