Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Ami dekhini tomay chokher tarai lyrics | আমি দেখিনি তোমায় চোখের তারায় লিরিক | kolorob new bangla gojol 2022 | Bengali Lyrics

 আমি দেখিনি তোমায় চোখের তারায় লিরিক |  Ami dekhini tomay chokher tarai lyrics

 

গজল , ইসলামিক গান, ইসলামিক সংগীত, এমনকি যে কোনো প্রকারের সাংস্কৃতিক গীতি বা কবিতায় হোকনা কেন তা আমাদের অন্তরকে বিকশিত করতে সাহায্য করে , ঠিক এরই বহিঃপ্রকাশ ঘটেছে আমি দেখিনি তোমায় চোখের তারায় ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে। (kolorob new gojol 2022, kolorob gojol download, kalarab gojol lyrics)

 

আমি দেখিনি তোমায় চোখের তারায় ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি বর্তমানে ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আমি দেখিনি তোমায় চোখের তারায় ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি সারা বাংলাদেশ জুড়ে ছেয়ে গেছে,(kolorob kolorob gojol)

 

এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি শুধুমাত্র বাংলাদেশেই নয় , বাংলাদেশ বাদেও ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে যেমন – পশ্চিমবঙ্গ , ত্রিপুরা, আসাম, মেঘালয়া, মিজরাম, উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্যে আমি দেখিনি তোমায় চোখের তারায় এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি চরম জনপ্রিয়তা লাভ করেছে।(kolorob gojol new
kolorob kolorob
)

 

লেখক এই আমি দেখিনি তোমায় চোখের তারায়  ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে আমাদের স্রষ্টা সম্পর্কে, প্রকৃতি বাস্তব সত্য সম্পর্কে এবং আমাদের জীবনের তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন।(kolorob lyrics)

 

আমি দেখিনি তোমায় চোখের তারায় ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির অসামান্য জনপ্রিয়তার বিশেষ কারণ হল এই আমি দেখিনি তোমায় চোখের তারায় ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে লেখক তার মন গড়া কোনো কথা প্রকাশ করেননি। তিনি তাঁর এই লেখনীর মাধ্যমে জীবনের বাস্তব চরিত্র-কে প্রকাশ করেছেন।(islamic gazal lyrics)

 

আমি দেখিনি তোমায় চোখের তারায় সংগীত বা গজল লিরিক্স

আমি দেখিনি তোমায় চোখের তারায়


আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালো বেসেছি …..

 মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেনো পড়েছি.

 

 ওহুদের ময়দানে রক্ত ঝরালে দ্বীন কায়েমের জন্য …..

পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য যাতে ছিলো শূন্য..

ওহুদের ময়দানে রক্ত ঝরালে দ্বীন কায়েমের জন্য …..

পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য যাতে ছিলো শূন্য..

 

 শত জ্বালা তো শোয়েছো তুমিসেই কাহিনি শুনে কেদেছি৩

 

 উমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম

মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেনো পড়েছি.

 

 দারে দারে ঘুরে খোদার বানি পৌছে দিয়েছো দিনরাত.

চিনলা তোমায় তায়েফ বাসি, করলো যে সুধু আঘাত ….

দারে দারে ঘুরে খোদার বানি পৌছে দিয়েছো দিনরাত.

চিনলা তোমায় তায়েফ বাসি, করলো যে সুধু আঘাত ….

 

 তোমার পায়ের পথের ধুলিএই চোখের সুরমা দিয়েছি..

 

উমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম

 

মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেনো পড়েছি

 

আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালো বেসেছি

 

 

এই আমি দেখিনি তোমায় চোখের তারায় ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক ভাবে ছড়িয়ে পরেছে তাঁর অন্যতম একটি বিশেষ কারণ হল ,(মেয়েদের ইসলামিক গজল লিরিক্স)

 

এই আমি দেখিনি তোমায় চোখের তারায় ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির সুর , সংগীত টির সুর এত নিখুঁত করে নির্মাণ করা হয়েছে যে , এই আমি দেখিনি তোমায় চোখের তারায় ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির উপরে যে কোনো ভাষার , যে কোনো অঞ্চলের এমন কি অবাঙালী মানুষ জনেরা ও ভালোবেসে ফেলেছে।(islamic gojol lyric)

 

আমাদের পরম বিশ্বাস যে এই  Ami dekhini tomay chokher tarai ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি আপনাদেরও মন জয় করতে পেরেছে। এই  Ami dekhini tomay chokher tarai ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি শ্রবণ করে আপনিও আপনার আত্মার প্রশান্তি অর্জন করতে পারেন। (slamic gojol lyrics bangla)

 

 Ami dekhini tomay chokher tarai এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি লেখার জন্য লেখকের কাছে আমরা চির কৃতজ্ঞ তাঁর সাথে সাথে এই  Ami dekhini tomay chokher tarai  ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির সুর যিনি করেছেন সেই সুরকার,(ইসলামিক গজলের লিরিক্স)

যিনি  Ami dekhini tomay chokher tarai ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি গেয়েছেন সেই গায়কের কাছেও আমরা সমান ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।(ইসলামী সংগীত লেখা)

 

তাছাড়া যেসব কলা-কুশলীরা রয়েছেন বিশেষ করে এই  Ami dekhini tomay chokher tarai ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির নির্মাণের জন্য যারা ক্যামেরার কিংবা আধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করেছেন , সেই কুশলী-দের ও সমান ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।(কলরব সংগীত লিরিক্স)

 

এই  Ami dekhini tomay chokher tarai ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির সাথে বিভিন্ন ভাবে যুক্ত সকল কর্মী-দের পরম করুণাময় দয়াবান আল্লাহতায়ালা যেন উত্তম বদলা দেন ।(ইসলামিক গানের লিরিক্স)

 

আপনাদের কে এই  Ami dekhini tomay chokher tarai ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি ভালো লাগলে আপনার প্রিয়জন-দের সাথে লিখাটি শেয়ার করুন।(ইসলামী সংগীত লিরিক্স)

 

এই  Ami dekhini tomay chokher tarai এর মত আরো নিত্য-নতুন ইসলামিক সংগীত , গজল, ইসলামিক বই সমুহ, ইসলামিক ঘটনা , ইসলামীক গল্প ইত্যাদি পাওয়ার জন্য আমাদের এই ওয়েব সাইট-টিকে ফলো করুন ।(জনপ্রিয় ইসলামী সংগীত লিরিক্স)

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ